নিউজ ডেস্ক: শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প হয় মায়ানমারে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ৭.৭ এবং দ্বিতীয়টির মাত্রাও প্রায় ৭। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশেও। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও সিকিমের একাধিক জায়গায়। কেঁপেছে দিল্লিও।
শুক্রবার দুপুর ১২:০৫ নাগাদ হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের একাংশে অনুভূত হল ভূমিকম্প। দুই মিনিটের বেশি সময় ধরে চলা কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এদিন দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হঠাৎই ভূমিকম্পে (Earthquake in Bengal) কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বাড়ি থেকে বেরিয়ে শাঁখ, ঘণ্টা বাজাতে থাকেন তাঁরা। এছাড়াও বারুইপুর, নন্দীগ্রাম, মহিষাদল, মেদিনীপুর সহ একাধিক জেলাতেও কম্পন অনুভূত হয়।