নিউজ ডেস্ক: সাইকেল সারানোর দোকানের আড়ালে চলছিল গ্যাস রিফিলিং। শুক্রবার দুর্গাপুরের স্টিল টাউনশিপের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোডে ছোটো সিলিন্ডারে গ্যাস রিফিলিংয়ের সময় সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয় দুটি দোকান। জানা গেছে, শুক্রবার সকালে ওই সাইকেল সারানোর দোকানে গ্যাস রিফিলিং চলাকালীন সিলিন্ডারের পাইপ ফেটে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মুদি দোকানে।
মুদি দোকান মালিক মিলন মণ্ডল বলেন, “সকালবেলায় বিকট শব্দ শোনা যায়, তারপরই আগুন জ্বলে ওঠে। আগুন নেভানোর চেষ্টা করেও আমার দোকান রক্ষা করা যায়নি।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দোকানে বড় সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলিং চলত, যা অত্যন্ত বিপজ্জনক। এলাকায় থাকা একটি স্বাস্থ্যকেন্দ্রেও আগুনের ধোঁয়ায় চিকিৎসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের পর থেকে সাইকেল দোকান মালিক রঞ্জিত খাঁ বেপাত্তা। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, “স্বাস্থ্যকেন্দ্রের সামনে এমন বিপজ্জনক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” দুর্গাপুর দমকল বিভাগ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।