নিউজ ডেস্ক: সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) উভয়ই ঊর্ধ্বমুখী। রোদের তেজ ও তীব্র গরমে অস্বস্তিকর আবহাওয়া সমগ্র দক্ষিণবঙ্গেই। একইসঙ্গে উত্তরবঙ্গেও বাড়ছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই, ফলে গরম যে আরও বাড়বে তা বলাইবাহুল্য।
কলকাতা (Kolkata)-
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ২৭ থেকে ৯২ শতাংশ। এদিন সকাল থেকেই তীব্র রোদের তেজ অনুভূত হয়েছে। গরমের কাহিল হয়ে পড়েছেন মানুষ। যদিও, বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গ-
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এই সাত জেলায় আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের (Temparature) উপরে চলে যেতে পারে। অনুভূত হবে তার থেকে বেশি। বাদ পড়বে না গাঙ্গেয় বঙ্গও। পশ্চিমের জেলাগুলির মতো তাপমাত্রা না থাকলেও, তার আশেপাশেই থাকবে দিনের তাপমাত্রা।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতাদের নিয়ে মিটিং নয়, অশান্তি রুখতে নির্দেশ হাইকোর্টের
উত্তরবঙ্গ (North Bengal)-
দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিন জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিংপং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবারে দার্জিলিংয়ের হালকা বৃষ্টি সম্ভাবনা।