ছত্তিশগড়: নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু’জন জওয়ান সামান্য আহত হয়েছেন। শনিবার সকাল থেকে সুকমা জেলার উপমপল্লী কেরলাপাল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
সুকমার পুলিশ সুপার কিরণ চাভান বলেছেন, সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে।