নিউজ ডেস্ক: আরও অস্বস্তিতে কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার কুণালের বিরুদ্ধে মুম্বইয়ে দায়ের হল আরও ৩টি মামলা। মুম্বই পুলিশের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, কৌতুক শিল্পী কুণাল কামরার (Kunal Kamra) বিরুদ্ধে খার থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ জলগাঁও শহরের মেয়রের।
মুম্বই পুলিশ (Mumbai Police) আরও জানিয়েছে, নাসিকের এক হোটেল মালিক এবং এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে খার পুলিশ একটি মামলা দায়ের করেছে। খার পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে কটূক্তির জন্য মুম্বইয়ের খার পুলিশ কুণাল কামরাকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার ডেকেছে, কিন্তু তিনি এখনও হাজির হননি।