নিউজ ডেস্ক: চৈত্র মাসেও ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যখন অস্বস্তিকর গরমে নাজেহাল, তখন শনিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকা। ভোরে ঘন কুয়াশার জেরে বন্ধ করে দেওয়া হয় ডায়মন্ড হারবার- কুঁকড়াহাটি ফেরি পরিষেবা।
এদিন সকাল থেকে ডায়মন্ড হারবার (Diamond harbour) জেটিঘাটে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়। জলপথে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির যোগাযোগ বিছিন্ন থাকে। দৃশ্যমানতা কম থাকায় যানবাহনের গতিও কম ছিল। তবে, বেলা বাড়তেই কুয়াশা কেটে যায়।