নিউজ ডেস্ক: শনিবার সকালে ডালখোলা থানা এলাকার সুধানী নদীর ধারে এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, মহিলা করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুর নাগাদ ঘাস কাটতে বাড়ি থেকে বেরন তিনি। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি আসেননি তিনি। এরপরই ডালখোলা থানায় বিষয়টি জানায় পরিবার। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা।
জানা গিয়েছে, মৃতার একটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর স্বামীর সংসার ছেড়ে, ছেলেকে নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় থাকছিলেন। তাঁর ভাইয়ের অভিযোগ, দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয়রা।