নিউজ ডেস্ক: টানা চার মাস ধরে ওষুধের গুণগত মান পরীক্ষায় ক্রমাগত অনুত্তীর্ণ হচ্ছে একাধিক ওষুধ। মার্চেও ১০৪টি ওষুধ মান পরীক্ষায় ফেল করেছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ব্যুরো (CDSCO) জানিয়েছে, পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষার পর পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৭টি এবং রাজ্যের ড্রাগ ল্যাবে ১টি ওষুধ অনুত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় ধরা পড়েছে, এই ওষুধগুলোর মান নির্ধারিত স্তরের নিচে। কেন্দ্রীয় সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব ওষুধ ‘নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস’ এবং এগুলো ব্যবহার করা উচিত নয়।
কোন কোন ওষুধ এই তালিকায়? জানা যাচ্ছে, সাধারণ ব্যথার ওষুধ থেকে শুরু করে হার্ট, নার্ভ, লিভার, ব্লাড প্রেসার, অ্যান্টিবায়োটিক, এমনকি শিশুদের পক্সের টিকাও মান পরীক্ষায় ফেল করেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ‘‘ওষুধের মান যদি এমন হয়, তাহলে আমরা কীভাবে নিশ্চিত হবো কোনটা নিরাপদ?’’
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানহীন ওষুধ শরীরে গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রোগ সঠিকভাবে সারতে দেরি হতে পারে বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই সরকারকে আরও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, এর আগেও ওষুধ ও স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। মেদিনীপুর ও বর্ধমান মেডিক্যালে স্যালাইন নেওয়ার পর প্রসূতিদের মৃত্যুর অভিযোগ উঠেছিল। এবার নতুন করে এই ওষুধ মান পরীক্ষার রিপোর্ট সামনে আসায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে। কেন্দ্র জানিয়েছে, নিয়মিত ওষুধ পরীক্ষার কাজ চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।