মায়ানমার: মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০০২। শনিবার সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, অন্তত ১,০০২ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহতের সংখ্যা প্রায় দুই হাজার। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে পর পর ১৫ বার কেঁপেছে মায়ানমার। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭। তার পরে ১০ ঘণ্টার মধ্যে ১৪টি আফটারশক অনুভূত হয়েছে। ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি।