নিউজ ডেস্ক: মোদী সরকারের (Modi govt) আমলে একাধিক বড় বড় সাফল্যের মাঝে বহু কূটনৈতিক জয় পেয়েছে ভারত। নরেন্দ্র মোদী (PM Modi) এবং এস জয়শংকরদের (S. Jaishankar) কূটনৈতিক সাফল্যে এখনও পর্যন্ত বিদেশে থাকা প্রায় ১০,০০০ ভারতীয় বন্দির মুক্তি হয়েছে। এরমধ্যে বিশেষ কিছু ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেছেন, “২০১৪ সাল থেকে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে, কূটনৈতিক আলোচনা এবং উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে বিদেশে বন্দি প্রায় ১০,০০০ ভারতীয়ের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।”
ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তনের ঘটনা-
সম্প্রতি পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরশাহী প্রায় ৫০০ ভারতীয় বন্দির মুক্তি ঘোষণা করেছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও মোদী জমানায় একাধিক কূটনৈতিক জয় পেয়েছে ভারত। ফিরে দেখা সেইসব ঘটনা-
সংযুক্ত আরব আমিরাত থেকে ২,৭৮৩ জন ভারতীয় বন্দির মুক্তি-
কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভারতীয় নাগরিকদের মুক্তির গুরুত্বপূর্ণ উদাহরণগুলির মধ্যে রয়েছে ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) থেকে ২,৭৮৩ জন ভারতীয় বন্দির মুক্তি। এছাড়া ২০১৯ সালে ভারত সফরের সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ৮৫০ জন ভারতীয় বন্দির মুক্তির নির্দেশ দিয়েছিলেন।
কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রবীণ সৈনিকদের মুক্তি-
২০২৩ সালে কাতারে (Qatar) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রবীণ সৈনিকদের মুক্তি দেওয়ার ঘটনাটি ছিল ভারতের কূটনৈতিক জয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ভারতের কূটনৈতিক হস্তক্ষেপের ফলে বাকিদের সাজা কমানো হয় এবং পরে তাদের বেশিরভাগকেই মুক্তি দেওয়া হয়।
ইরান থেকে ভারতীয় বন্দিদের মুক্তি-
অন্যদিকে ইসলামী দেশ ইরান (Iran) ২০২৪ সালে ৭৭ জন ভারতীয় নাগরিককে এবং ২০২৩ সালে ১২ জন মৎস্যজীবী সহ ৪৩ জনকে মুক্তি দিয়েছে, পাশাপাশি বাহরিন সরকার ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ২৫০ জন ভারতীয় বন্দিকে মুক্ত করেছে।
কুয়েতে ২২ জন ভারতীয়র মুক্তি-
২০১৭ সালে কূটনৈতিক আলোচনার পর কুয়েতের (Kuwait) আমির ২২ জন ভারতীয়কে মুক্তি দেন এবং ৯৭ জনের সাজা কমিয়ে দেন।
ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি-
এছাড়াও সরকারি সূত্র জানিয়েছে যে, ভারতের নিয়মিত হস্তক্ষেপের ফলে শ্রীলঙ্কা (Srilanka) নিয়মিতভাবে ভারতীয় জেলেদের মুক্তি দিয়েছে। তথ্য বলছে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩,৬৯৭ জনকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা।
দেশে ফিরলেন ভারতের ৯৫ জন মৎস্যজীবী-
সম্প্রতি দেশে ফিরলেন ভারতের ৯৫ জন এবং বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। ভারত বাংলাদেশের (Bangladesh) উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় এ দেশে বন্দী ৯০ জন মৎস্যজীবীকে। একই ভাবে বাংলাদেশ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় ভারতের ৯৫ জন মৎস্যজীবীকে।
পাকিস্তান থেকে বন্দিদের মুক্তি-
সরকারি সূত্র থেকে আরও জানা যায়, ২০১৪ সাল থেকে নিরলস কূটনৈতিক প্রচেষ্টার ফলে পাকিস্তান (Pakistan) থেকে ২,৬৩৯ জন জেলে এবং ৭১ জন অসামরিক বন্দির মুক্তি নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে, ”বিশ্ব নেতাদের সাথে মোদীর ব্যক্তিগত সম্পর্কের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
আরও পড়ুন: নিখোঁজ মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার, ডালখোলায় চাঞ্চল্য
এই সফল হস্তক্ষেপগুলি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক কূটনৈতিক মর্যাদা এবং বিদেশে ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য মোদী সরকারের অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। জানা গেছে বর্তমানে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার জেলগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বন্দি নেই। তবে এখনও যে সব দেশে ভারতীয়রা বন্দি রয়েছে সে সব দেশের সঙ্গে ভারতের বন্দি দেশে পাঠানো সংক্রান্ত চুক্তি রয়েছে। সেই অনুসারে তাদের দেশের সংশোধনাগারেও আনা হবে। এদিকে ভারতও নানা সময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই আটক নাগরিকদের মুক্তির ব্যাপারে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।