নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় রাতভর নিখোঁজ থাকার পর এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার এলাকারই একটি মাঠ থেকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম আবদুর রউফ। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ার শনিবারও কাজে গিয়েছিলেন। তাঁর ডিউটি শেষ হয় রাত ১১টা নাগাদ। কিন্তু শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় রাতেই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজেন পরিবারের সদস্যরা। তখন ওই সিভিক ভলান্টিয়ারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সকাল হতেই দেহ উদ্ধার হয় তাঁর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।