নিউজ ডেস্ক: সম্প্রতি সমাপ্ত খেলো ইন্ডিয়া প্যারা গেমসে, আমাদের ক্রীড়াবিদরা আবারও তাঁদের নিষ্ঠা এবং প্রতিভা দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এবার আগের তুলনায় আরও বেশি সংখ্যক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন, যা প্যারা স্পোর্টসের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে তাঁদের অসাধারণ প্রচেষ্টার জন্য আমি অভিনন্দন জানাই।