নিউজ ডেস্ক: আবার খাস কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবাসরীয় দুপুরে এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। আর এই ঘটনায় দু’জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার আনন্দপুর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার প্রগতি ময়দান থানার পুলিশ মাঝরাতে জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭ এমএম বন্দুক এবং কার্তুজ উদ্ধার করেছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়েছিল। রবিবার সেই ঘটনা অব্যাহত রয়েছে।