নিউজ ডেস্ক: প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর সোমবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে সোমবার চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড় – সবাই ঈদের উৎসবে সামিল হয়েছেন।
ঈদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদে নামাজ পাঠ করেন বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। নামাজ পাঠের পর একে-অপরকে আলিঙ্গন করেন। মুম্বইয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাহিম মসজিদে ‘নামাজ’ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এছাড়াও মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে।
দেশবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ঈদ মোবারক!”