নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও মুছে ফেলার জন্য তারা সরাসরি মেটাকে (ফেসবুকের মূল সংস্থা) চিঠি লিখেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, রাজ্যের এক ‘সিভিক ভলান্টিয়ার’ প্রকাশ্যে ঘুষ নিচ্ছে এক ট্রাক চালকের কাছ থেকে।
এই ভিডিওটি প্রথম ফেসবুকে আপলোড করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রহ্লাদ মাইতি। তাঁর ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, বারাসত শহরে এক সিভিক ভলান্টিয়ার কীভাবে প্রকাশ্যে ট্রাকচালকদের থেকে ঘুষ নিচ্ছে। পুলিশের দুর্নীতি ফাঁস করতেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
কিন্তু ভিডিওটি পোস্ট করার পর থেকেই হুমকি পেতে শুরু করেন প্রহ্লাদ মাইতি। তাঁকে বারবার ফোন করে ভিডিও ডিলিট করার জন্য চাপ দেওয়া হয়। এমনকি, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করারও চেষ্টা হয়। কিন্তু এতকিছু সত্ত্বেও তিনি ভিডিও ডিলিট করেননি।
এরপরই পশ্চিমবঙ্গ পুলিশ সরাসরি ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লিখে ভিডিওটি সরিয়ে দেওয়ার আবেদন জানায়। শেষ পর্যন্ত শনিবার (২৯ মার্চ) প্রহ্লাদ মাইতি জানান, তিনি ফেসবুক থেকে একটি নোটিফিকেশন পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে, আইনি নির্দেশের কারণে ভারতে ভিডিওটির অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে।
ফেসবুকের পাঠানো বার্তায় স্পষ্ট বলা হয়েছে, “পশ্চিমবঙ্গ পুলিশের আইনি অনুরোধের ভিত্তিতে এই ভিডিওটির অ্যাক্সেস সীমিত করা হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, পুলিশ দুর্নীতিকে আড়াল করতেই এমন ব্যবস্থা নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং অনেকে পুলিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।