নিউজ ডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সের মূল সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে ২০২১-২২ কর মূল্যায়ন বছরের জন্য ৯৪৪ কোটি টাকার বিশাল জরিমানা করল আয়কর বিভাগ। সংস্থাটি এই আদেশকে “ভুল এবং অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছে। ইন্ডিগো জানিয়েছে, আয়কর বিভাগ ১৪৩(৩) ধারার অধীনে স্ক্রুটিনি অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই জরিমানা করেছে। তবে এতে ভুল বোঝাবুঝি হয়েছে দাবি ইন্ডিগোর। সংস্থাটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সংস্থাটি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে, জরিমানার ফলে ব্যবসার উপর কোনো প্রভাব পড়বে না।