নিউজ ডেস্ক: চৈত্রে একেবারে হাঁসফাঁস অবস্থা। পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা (Weather Update) ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। একেবারে গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
আগামী ৪ ও ৫ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত গরম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে, আগামী ৪ ও ৫ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই জেলা গুলি হল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
মহানগরী কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারও গরমের দাপট অনুভূত হয়েছে। তবে, গরম তুলনামূলকভাবে কমই ছিল। মঙ্গলবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা।
আরও পড়ুন: ফেসবুকে ভাইরাল ঘুষকাণ্ডের ভিডিও সরিয়ে দিল পুলিশ! বিতর্ক তুঙ্গে
তবে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে (North berngal) তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী উত্তরের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এমনকী কয়েকটি জেলায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে।