নিউজ ডেস্ক: ইদ উপলক্ষে কলকাতার রেড রোডে ধর্মীয় সভায় হাজির মমতা। মুখ্যমন্ত্রীর মুখ থেকে একাধিক বার ভেসে আসছে দাঙ্গার কথা। তবে কী হিন্দু উৎসবকে দাঙ্গার সাথে তুলনা মমতার উঠছে প্রশ্ন?
ধর্মীয় অনুষ্ঠানকে তিনি পরিণত করে ফেলেছেন রাজনীতির অনুষ্ঠানে। বক্তব্যের বেশিরভাগ সময়ই ছিল শুধু রাজনৈতিক বিরোধিতা। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে হিন্দু ধর্ম বিরোধী বলে মন্তব্য করেন মমতা।
সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে সংখ্যালঘু ভোট নিজের দখলে রাখতে মরিয়া মমতা। সংখ্যালঘুদের মঞ্চ থেকে মমতার বার্তা, আপনারা মনে রাখবেন আপনাদের পাশে দিদি সব সময় আছেন। আপনাদের পাশে আইন রয়েছে। পুরো রাজ্য সরকার রয়েছে আপনাদের পাশে।
ইদের অনুষ্ঠানে গিয়ে তাঁর এই রাজনৈতিক বক্তব্য কী বার্তা দিচ্ছে জনগনকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় সভাই রাজনৈতিক বক্তব্য। তার মূল কারণ সংখ্যালঘু ভোট। এই ভোট ধরে রাখতে মরিয়া মমতা।
কিন্তু রাজ্যে একের পর এক হিন্দুদের প্রতি আক্রমণ, সম্প্রতি মালদার মোথাবাড়িতে আক্রান্ত হিন্দুরা। সেই নিয়ে কোন বার্তা কোনদিন দিতে দেখা যায়নি মমতাকে। এ প্রসঙ্গে মমতাকে আক্রমণ বিজেপি নেতা অমিত মালব্যের। রাজ্যে হিন্দু আক্রমণে মৃত্যুর ঘটনা, সন্দেশখালি, আরজি করের মতো ঘটনা, হিন্দুদের ধর্মীয় উৎসবে হামলার ঘটনা নিয়ে চুপ মমতা। পশ্চিমবাংলাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।