নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুর এলাকায় সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের আটজন, যার মধ্যে রয়েছে চারটি শিশু। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা।বেআইনি বাজি বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধী নেতারা। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। অন্যদিকে, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, এটি সত্যিই আতশবাজি কারখানা, নাকি তৃণমূলের মদতে বেআইনি বোমা তৈরির আস্তানা? ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ফরেনসিক দল।