নিউজ ডেস্ক: আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করলেন ২৩ বছর বয়সী পেসার অশ্বিনী কুমার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম বলেই অজিঙ্কা রাহানেকে আউট করে চমকে দেন তিনি। শেষ পর্যন্ত ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এই পারফরম্যান্সের মাধ্যমে আইপিএল অভিষেকে চার উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন অশ্বিনী। তার স্পেলেই ধসে পড়ে কেকেআরের ব্যাটিং লাইনআপ। ম্যাচসেরা হয়ে অশ্বিনী বলেন, “এতটা আশা করিনি, কিন্তু সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম।”