নিউজ ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই ব্যবসায়ীদের জন্য সুখবর। ১ এপ্রিল থেকে কমানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। ৪১ টাকা কমেছে এই দাম। ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১,৮৭২ টাকা। তবে গৃহস্থালির ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মার্চ মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,৯১৩ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১,৯০৭ টাকা। তবে এবার নতুন দামে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের মূল্য হয়েছে ১,৭১৪ টাকা, দিল্লিতে ১,৭৬২ টাকা এবং চেন্নাইয়ে ১,৯২৪ টাকা।
বিশ্ববাজারের দামের ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গ্যাসের দাম কিছুটা কমানো হলেও মার্চে তা সামান্য বৃদ্ধি পেয়েছিল। তবে নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দাম কমানোয় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্য হ্রাসের ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর লাভ বাড়বে। কম খরচে গ্যাস পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে, যা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের জন্যও সুবিধা বয়ে আনতে পারে।