কলকাতা: আবারও শহরে অগ্নিকান্ড। হাসপাতালের ঠিক পাশেই অগ্নিকাণ্ড। মঙ্গলবার আগুন লাগে সল্টলেকের মনিপাল হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
স্থানীয় সূত্রে খবর, এদিন মনিপাল হাসপাতালের পাশের ভবনের বেসমেন্ট থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ভবনের একটি তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে ওই চত্বরে আগুন নেভানোর সময় ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। যার জেরে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী। দমকল সূত্রে খবর, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে, খতিয়ে দেখা হবে। হতাহতের খবর নেই।