নিউজ ডেস্ক: বর্তমানে প্রতিনিয়ত ভারতের (India) ব্যালিস্টিক মিসাইলের যে হারে উন্নতি হচ্ছে, ভারত যেভাবে দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে, তাতে পাক প্রধানমন্ত্রী, পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর কপালে বড়সড় ভাঁজ পড়েছে। আর যেদিন দেশীয় সংস্থা ডিআরডিও ১৫,০০০ কিলোমিটার পাল্লার হাইপারসোনিক গ্লাইড ভেহিক্যাল মিসাইল (Hypersonic Glide Vehicle) প্রকাশ্যে এনেছে, সেদিন থেকে তো খোদ পাক প্রধানমন্ত্রীরই নাকি ঘুম উড়েছে, তাঁর উদ্বেগের কথা ঘনিষ্ঠমহলে তিনি নিজেই জানিয়েছেন।
এমনকি জানা গেছে, চিন বা উত্তর কোরিয়ার কাছ থেকে ভারতের তৈরি এই মিসাইলের (missile) কোনও পাল্টা প্রযুক্তি পাওয়া যায় কি না, তা খোঁজ নিতে সেনাকর্তাদের নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের এই একটি বিশেষ প্রতিরক্ষা সরঞ্জামই আস্ত পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের তদারকিতে থাকা সেনাকে একেবারে চিন্তায় ফেলে দিয়েছে।
কিন্তু কী এই হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল (Hypersonic Glide Vehicle)?
হাইপারসনিক ওয়েপন বা অস্ত্র এখন গোটা বিশ্বে আধুনিক যুদ্ধের এক অবিচ্ছেদ্য অঙ্গ। হাইপারসনিক মানে, শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতি সম্পন্ন। যাকে পোশাকি ভাষায় বলে ম্যাক ৫। চলতি বছরের শুরুতেই ডিআরডিও সর্বসমক্ষে আনে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল। এতে যে মিসাইল বসানো হবে, সেটি নির্মিত হচ্ছে রুশ প্রযুক্তিতে। সহজে বললে, এবার থেকে এই হাইপারসনিক গ্লাইড ভেহিক্যালে চাপিয়ে ছোঁড়া যাবে লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল বা LR-ASHM। নয়া মিসাইল সিস্টেম দূরপাল্লায় নিখুঁতভাবে শত্রুকে নিশানা করে ধ্বংস করতে ১০০ শতাংশ কার্যকরী। আর পাঁচটা মিসাইলকে অ্যান্টি-ফ্লেয়ার স্মোকার দিয়ে সহজে বোকা বানানো গেলেও একে যায় না। সেই সঙ্গে রয়েছে এস-৪০০ এর মতো মিসাইল ডিফেন্স সিস্টেম (missile defence system)। একদিকে হামলা চালানোর মতো অত্যাধুনিক মিসাইল, অন্যদিকে হামলায় আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করার দক্ষতা– এই দুই-ই ভারতকে আধুনিক যুদ্ধের ময়দানে বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে একই আসনে বসাচ্ছে। উল্লেখ্য, রুশ-ইউক্রেন যুদ্ধে মস্কো এই হাতিয়ার প্রয়োগ করেছে ইউক্রেনের উপর।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব শুভেন্দু
কেন একে এত ভয় পাক প্রধানের?
হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল (Hypersonic Glide Vehicle) থেকে ছোঁড়া হাইপারসনিক ক্রুজ মিসাইল আজ পর্যন্ত যত আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সব তছনছ করে দিতে পারে। অনেক সময় বিমান থেকে কোনও মিসাইল ফায়ার করা হলে বায়ুমণ্ডলের তাপ ও চাপে সেটি খানিকটা লক্ষ্যভ্রষ্ট হলেও হতে পারে এই কিন্তু এই হাইপারসনিক মিসাইল (Hypersonic missile)একেবারে অব্যর্থ। যে কারণে এই অস্ত্রটিকে ঘিরে প্রতিরক্ষা বিষেশজ্ঞরা খানিকটা আশংকাতেও থাকেন। তাঁদের বক্তব্য, আধুনিক যুদ্ধের সব রীতি রেওয়াজ ভেঙে ফেলতে পারে এই মিসাইল ও তার বাহন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আরও দাবি, চিন ও পাকিস্তানের (Pakistan) কথা মাথায় রেখেই ভারত তার হাইপারসনিক মিসাইল সিস্টেমকে এবার আরও উন্নত করছে।