নিউজ ডেস্ক: মঙ্গলবার অফিস টাইমে ভয়ঙ্কর দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়। ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে এই ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।
হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। তখনই ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব অটোয় ধাক্কা মারে । এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোটির ধাক্কা (Accident at EM bypass) লাগে। গতির কারণে ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৭৫ বছরের এক বৃদ্ধ ও এক অটো চালক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এমন ভুল রুটে অ্যাপ ক্যাব ঢুকে পড়ল, খতিয়ে দেখছে পুলিশ।