কার্শিয়াং: কার্শিয়াং-এ (kurseong) টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর। আহত আরও এক কিশোরী। ঘটনার পর তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শৈলশহরে, কার্শিয়াং রেলস্টেশনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনায় ইতিমধ্যেই দার্জিলিং হিমালয়ান রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম রোশনী রাই (১৫)। সে কার্শিয়াংয়ের মকাইবাড়ি এলাকার বাসিন্দা ছিল। বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল রোশনী । ঘটনায় আহত হয়েছে তার দিদি প্রতীক্ষা রাই (১৯)। জানা গিয়েছে, সোমবার সকালে দিদির সঙ্গে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয় রোশনী। কার্শিয়াংয়ে বাজারের কাছে লাইন পার হওয়ার সময় টয়ট্রেনটি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। যদিও ঘটনায় রেলের কোনও দোষ নেই বলে জানিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ।