নিউজ ডেস্ক: গোষ্ঠী সংঘর্ষে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি এলাকা। সেই ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচি নিচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা।
মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কাঁথিতে মিছিল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। ২ এপ্রিল মামলার শুনানি হতে পারে।
পূর্ব মেদিনীপুরের কাঁথি, শুভেন্দু-গড়ে মঙ্গলবার মিছিল করার কথা ছিল বিজেপি নেতৃত্বের। আগে থেকে প্রশাসনের কাছে এই মিছিলের কথা জানানো হলেও সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। সোমবার রাতে সেই মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুবাবুদের।