নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণ কাণ্ডে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি জানান, বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে কারখানা ছিল। বাড়িতে মজুত বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। সেই কারণে বিস্ফোরণে এতজনের প্রাণহানি হয়েছে। ১০ বছর ধরে এই কারখানা চলছিল। তবে তার কোন ধরনের লাইসেন্স ছিল, তা তদন্তের ব্যাপার। তিনি এও জানান, বাড়ি বাড়িতে এত নজরদারি সম্ভব নয়, মানুষের ন্যূনতম সচেতনতাও তৈরি হয়নি।