নিউজ ডেস্ক: হলদিয়া বন্দরের ক্ষমতা বৃদ্ধি করতে কারগো সামধানোর ক্ষমতা ২০৪০ সালের মধ্যে ৫০ এমএমটি থেকে ৭৫ এমএমটি করা হবে। সালুখালি জেটির কাজ ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে সমাপ্ত হবে।।
কলকাতা বন্দরের আউটার টার্মিনালের কাজ ২০৩২-৩৩ সালের আর্থিক বর্ষের মধ্যে সমাপ্ত হবে।
এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস ডকের কাজ চলছে।