নিউজ ডেস্ক: কলকাতায় ফের রহস্য-মৃত্যু। এবার বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার সকালে পূর্ব-যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকার বাড়ি থেকে বৃদ্ধ স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার হয়। পুলিশ জোড়া মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত বৃদ্ধের নাম দুলাল পাল (৬৫)। বৃদ্ধার নাম রেখা পাল (৫৩)।
বুধবার সকালে মুকুন্দপুরের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। বাড়ির দ্বিতীয় তলায় ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায়। আর স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। বাবা-মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির মেয়ে। তখনই বিষয়টি সামনে আসে। মৃত্যুর কারণ জানতে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।