নিউজ ডেস্ক: সরগরম সংসদ। আজ হাইভোল্টেজ দিন, কারণ সংসদে পেশ হল ওয়াকফ বিল। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ লোকসভায় পেশ করছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে।
কেন সংশোধনের প্রয়োজন হল এ ওয়াকফ আইনের এ প্রসঙ্গে, সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বললেন, “মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না এই বিল। এটা শুধুমাত্র সম্পত্তির দেখভালের জন্য তৈরি। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এটা।” নতুন আইনের নাম ‘উম্মীদ’ রাখা হয়েছে। কারণ এর ফলে নতুন সকালের সূচনা হবে, জানিয়েছেন রিজিজু।
এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এটার নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতেই থাকবে, কেন্দ্রের নয়, তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই। ২০০৬ সালে ৪.৯ লাখ ওয়াকফ সম্পত্তি ছিল যা বর্তমানে ৮.৭২ লাখ সম্পত্তিতে দাঁড়িয়েছে। সঠিকভাবে এই সম্পত্তি ব্যবহার করলে শুধু মুসলিমদেরই নয়, দেশের ভাগ্য ফিরে যাবে। যা এতদিন সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ কিরণ রিজিজুর। তাই এবার ধর্ম-জাতি ভেদাভেদ ভুলে এই বিলে সমর্থন জানানোর আহ্বান তার।
প্রসঙ্গত, ওয়াকফ বলতে ইসলামি আইনের অধীনে একচেটিয়াভাবে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায়। এর মধ্যে রয়েছে কৃষিজমি, দালানকোঠা, দরগাহ/মাজার ও কবরস্থান, ইদগাহ, খানকাহ, মাদ্রাসা, মসজিদ, প্লট, পুকুর, স্কুল, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্পত্তির অন্য কোনও ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ।