নিউজ ডেস্ক: গত ১৪ মার্চ ৪৩ সাংগাঠনিক জেলার মধ্যে ২৫টি জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিল বিজেপি। এর মধ্যে নতুন মুখ ছিল ১৭ জনের। বুধবার নতুন আট সাংগাঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।
এদিন আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়।
সূত্রের খবর, বাকি ১০টি জেলায় সভাপতিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে। তারপরই রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হবে বলে খবর। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি ওই তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম। এখন দেখার ২৬ এর ভোটের আগে শীর্ষ নেতৃত্ব কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব ভার তুলে দেয়।