নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ‘মজা’ করার অভিযোগে বেজায় অস্বস্তিতে রয়েছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে বুধবার ফের সমন পাঠালো মুম্বই পুলিশ। এবার পুলিশের পক্ষ থেকে সমনে জানানো হয়েছে, আগামী ৫ এপ্রিল ”গদ্দার” মন্তব্যের জন্য তাঁকে পুলিশের মুখোমুখি হতে হবে।
এই নিয়ে কুণাল কামরাকে ৩টি নোটিশ পাঠালো মুম্বই পুলিশ। এর আগে বিবৃতি রেকর্ড করানোর জন্য কুণালকে দু’বার ডেকেছিল পুলিশ। কিন্তু, একবারও তিনি হাজিরা দেননি। তাই তৃতীয়বারের জন্য সমনের নোটিশ পাঠানো হয়েছে। এবার তাঁকে আগামী ৫ এপ্রিল ডাকা হয়েছে। উল্লেখ্য, এর আগে কুণাল ২ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করে, তাকে ৩১ মার্চ হাজিরা দিতে বলা হয়েছিল।