নিউজ ডেস্ক: বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছে হাওড়া। বেলগাছিয়াতে ভাগাড় সমস্যা এবং তার পরবর্তীতে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে টানাপড়েন চলছে সেখানে। এই অবস্থায় হাওড়াকে দূষণমুক্ত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। মঙ্গলবার নবান্নে এই নিয়ে এক জরুরি বৈঠক হয়। নবান্নের ওই বৈঠকে জেলা প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক, পুলিশ সুপার। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা।
এদিনের বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “হাওড়াকে পুরোপুরি পরিষ্কার করতেই হবে। এটা এখন আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।” একইসঙ্গে মুখ্যসচিব নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব শহরের বর্জ্য অপসারণ করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত গাড়ি, কর্মী, এমনকি বিকল্প ব্যবস্থাও নিতে হবে। মূল ভাগাড় দূরে হওয়ায় বর্জ্য ডাম্প করতে সমস্যা হচ্ছে। তাই হাওড়ার কাছাকাছি নতুন কোনও জায়গায় বিকল্প ভাগাড় চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব।