নিউজ ডেস্ক: জানেন কি রামমন্দিরকেও দাবি করা হয়েছিল ওয়াকফ সম্পত্তি বলে! ১৯৬১ সালে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ফৈজাবাদ দায়রা আদালতে একটি মামলা দায়ের করে। সেখানে তারা জানায়, বাবরি মসজিদের বিতর্কিত জমি ওয়াকফ সম্পত্তি। বিতর্কিত জমি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে পৌঁছনোয় ঘটনার নিষ্পত্তি হয়। না হলে কি হতো বলুন তো!২০১৯ সালের ৯ নভেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অযোধ্যার বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমি রামলালার জন্মস্থান। ওই রায়ের পরই সেখানে মন্দির বানানো সম্ভব হয়েছে। না হলে রাম লালার জন্মস্থানে বাবরি মসজিদ থাকায় সেই চত্বরকেই নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছিল ওয়াকফ বোর্ড।