নিউজ ডেস্ক: আগামী ৬ এপ্রিল রাম নবমী। সেই উপলক্ষে উন্মাদনা অযোধ্যায়। সেজে উঠেছে রাম লালার মন্দির। রামলালার মূর্তিকে সাজিয়ে তোলা হচ্ছে নানান বেশভূষায়। জাঁকজমক করে পালন হবে রামনবমী। পাশাপাশি, অযোধ্যার প্রতিটি রাস্তাতেই তৈরি করা হয়েছে ফটক। সমগ্র অযোধ্যাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে সরযূ নদীর পাড়। মন্দির চত্বরে বাজছে ভজন। এছাড়াও সমগ্র অযোধ্যায় বসেছে ১০০-রও বেশি এলইডি স্ক্রিন। মনে করা হচ্ছে রামনবমীতে ৫০ লাখ মানুষের সমাগম হবে অযোধ্যায়। সেকারণে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হচ্ছে অযোধ্যায়। ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে সিসি ক্যামেরাও। পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে বিশেষ মেডিক্যাল টিম ও দমকল।