নিউজ ডেস্ক: ইডেন গার্ডেন্সও কি দাবি করতে পারে ওয়াকফ বোর্ড? সংসদে যে সংশোধনী বিল পেশ হয়েছে তার আগে পর্যন্ত সেই সুযোগ ছিল ওয়াকফ বোর্ডের। মিমের রাজ্য সভাপতি পর্যন্ত কিছুদিন আগে দাবি করেছিলেন যে ইডেন গার্ডেন্স ওয়াকফ সম্পত্তি। তা শুনে প্রতিবাদের রোলও উঠেছিল। রাজ্যের ক্রীড়ামন্ত্রক জানিয়েছিল, ওই জমি প্রতিরক্ষা মন্ত্রকের হাতে রয়েছে। তা লিজে নিয়েছে সিএবি। রাজ্য এটা ওয়াকফ সম্পত্তি নয় বলে উড়িয়ে দিতে চাইলেও, আইনের চোখে সবকিছুই জটিল। আর সেই জটিল অঙ্কই সামনে তুলে এনেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। দাবি করেছে, ক্রিকেটের নন্দনকানন ওয়াকফ সম্পত্তি। সংসদে নতুন বিল পাস হলে এই বিতর্কে দাঁড়ি পড়বে।