নিউজ ডেস্ক: সংসদ ভবনও কি ওয়াকফ সম্পত্তি হয়ে যেত? শুনলে অবাক হতে পারেন। কিন্তু এই ব্যবস্থাই হয়েছিল দ্বিতীয় ইউপিএ আমলে, ১৯১৩ সালে। আজ সংসদে এই দাবি করেছেন খোদ সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজু।তিনি বলেন, ১৯৭০ সাল থেকে ওয়াকফ বোর্ড সংসদ ভবন-সহ বহু জায়গার দাবি করে আসছিল। ২০১৩ সালে, এই জায়গাগুলি ডিনোটিফাই করা হয়েছিল। মোদী সরকার যদি ওয়াকফ সংশোধনী বিল না আনত, তাহলে এই সংসদ চত্বরটিও ওয়াকফের অংশে থাকত। বসন্ত কুঞ্জ, দিল্লি বিমানবন্দর সহ মোট ১২৩টি জায়গার ওপর ওয়াকফ বোর্ডের দাবি রয়েছে বলে জানান তিনি।রিজিজু বলেন, মুসলিমদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার কোনও বিধান সংশোধনী বিলে নেই।