নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কলকাতা ভারতীয় জনতা পার্টি কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে ডেপুটেশন কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে র্যালিতে অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দল। বিজেপির (BJP) অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাঁদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই উদ্বাস্তুদের বৈধতা দেওয়ার জন্য ২০১৯ সালের সিএএ পাশ হয়েছিল। পরে তা দেশজুড়ে লাগু হয়। তা সত্ত্বে ও তাঁদের বাংলাদেশ থেকে আসার অজুহাতে ভোটার তালিকা থেকে বেআইনি বলে বাদ দেওয়া হচ্ছে।