বিশ্বের মধ্যে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি ভারতে, তারপরেও মুসলিমরা গরিব কীভাবে? ওয়াকফের নতুন সংশোধনী আইনের নাম উম্মীদ রাখা হয়েছে। দেশজুড়ে ওয়াকফ বোর্ড ৮.৭ লক্ষ সম্পত্তির ৯.৪ লক্ষ একর জমি পরিচালনা করে। যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। বর্তমানে ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক।