নিউজ ডেস্ক: ঢোলাহাটে বিস্ফোরণে আট জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে পুলিশ। বিভিন্ন এলাকায় বাজি কারখানাগুলোতে অভিযান চালানো হচ্ছে। বেআইনি বাজি রুখতে বুধবার অভিযান চালানো হয় চম্পাহাটির হাড়ালে। বারুইপুর থানার পুলিশকর্মীরা ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালান। পুলিশ সূত্রে জানা গিয়েছে , কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পুলিশের নির্দেশে আপাতত বাজি ব্যবসা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বেআইনি বাজি ব্যবসা রুখতে এবং বাজি শিল্পকে বাঁচাতে এলাকায় দ্রুত ক্লাস্টার তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।