নিউজ ডেস্ক: মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর (Rajpur) সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ (২৫)। বাড়িতে তার স্ত্রী ও আড়াই মাসের সন্তান আছে। বছর খানেক আগে বিয়ে হয় বিশালের। ছাতু বিক্রি করত সে।
জানা গিয়েছে, বুধবার রাত ১০.৪২ মিনিট নাগাদ বিশালকে ফোন করে ডাকে তার বন্ধুরা। তাকে বাড়ি থেকে ডেকে আনে আকাশ পাইক নামে তার এক বন্ধু। আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দু’জন ছিল। স্ত্রী বারণ করলেও জোর করে আসে বিশাল। অভিযোগ আকাশ, রাকেশ ও রাহুলরাই তাকে মারধর করে মাঠের মধ্যে ফেলে চলে যায়। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।
মধ্যরাত প্রায় ১টা নাগাদ পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে (Chittaranjan Seva Sadan Hospital) নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police station)।