নিউজ ডেস্ক: গয়না চুরির অপবাদে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সায়রাবানু লস্কর নামে ওই মহিলা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti) থানার অন্তর্গত ভাঙনখালি এলাকায়। রাতেই সায়রাবানুকে উদ্ধার করে পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই গৃহবধূ। এই ঘটনায় প্রতিবেশী জাকির ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বৃহস্পতিবার সকালে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাস খানেক আগে বাড়ি থেকে একটি গয়না খোয়া যায় জাকিরদের। সেই ঘটনায় সায়রাবানুর পরিবারের এক কিশোরীর বিরুদ্ধে অভিযোগ তোলে জাকিররা। অভিযোগ অস্বীকার করলেও নানাভাবে তাদের হেনস্থা করে জাকির ও তার পরিবার। এমনকি এই বিষয়ে বাসন্তী থানায় সায়রাবানুর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু দু’দিন আগে সেই গয়না নিজেদের বাড়িতেই পায় জাকিররা। এরপর বুধবার সন্ধ্যায় এই বিষয়ে সায়রাবানুরা জাকিরদের অভিযোগ তুলে নেওয়ার জন্য বলে। তখনই কার্যত সায়রাবানুর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।