নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনায় আপনি আছেন তো? টাকা পাচ্ছেন তো ৪ মাস অন্তর? দেশের প্রায় ১০ কোটি কৃষককে এই সুবিধা দিচ্ছে কেন্দ্র। সরাসরি টাকা পৌঁছচ্ছে কৃষকের কাছে। মোদী সরকার গরিবদের জন্য সারা দেশজুড়ে যেসব কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, তার মধ্যে পিএম কিষাণ নিধি যোজনা একটি। ২০১৮ সালে প্রকল্পটি চালু হয়। ২০১৯ সাল থেকে টাকা পৌঁছতে শুরু করে কৃষকদের কাছে। এর মধ্যেই ১৯টি কিস্তিতে টাকা পেয়েছেন গরিব চাষীরা। ৪ মাস অন্তর ২ হাজার টাকা করে বছরে ৬০০০ টাকা পাচ্ছেন তাঁরা। এর জন্য কেন্দ্রের খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকারও বেশি। এই সুবিধা পেয়ে মোদী সরকারকে ধন্যবাদ দিতে কুণ্ঠা প্রকাশ করেননি কেউ।
পিএম কিষাণ নিধি প্রকল্প
এখনও যদি এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পান, তাহলে জেনে নিন কোন শর্তে মিলবে টাকা। এর জন্য বয়স হতে হবে কমপক্ষে ১৮। আপনার নামে ২ হেক্টর বা ৪.৯ একর জমি থাকতে হবে। তার বেশি হলে এই সুযোগ পাবেন না। ৪.৯ একর মানে ২৯৪.৬ কাঠা। মানে সোজা কথায় ১৪ বিঘের ওপর। কোনও সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত সরকার কর্মী এই সুযোগ পাবেন না। যাঁরা আয়কর দেন তাঁরাও এই সুযোগ নিতে যাবেন না।
কীভাবে অ্যাপ্লাই করবেন?
অনলাইন আবেদন করতে হলে pmkisan.gov.in ওয়েবসাইটে যান। সেখানে Farmers Corner অপশনে ক্লিক করুন। এরপর দেখবেন New Farmer Registration অপশন। সেখানে ক্লিক করুন। প্রথমে আধার কার্ডের নম্বর দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করুন। তারপর “click here to continue” অপশনে ক্লিক করে এগিয়ে যান। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন পত্র দেখুন। সেখানে যেসব তথ্য ও নথি চাইছে তা পূরণ করে সাবমিটে ক্লিক করুন। এর জন্য অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে রাখবেন। এসব নিয়ে যদি সমস্যা হয় তাহলে কাছের CSC কেন্দ্রে গিয়ে দেখা করুন। অফিস থেকে ব্যবস্থা করে দেবে। কোনও কিছু না করেই তখন বছরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৬ হাজার টাকা।