নিউজ ডেস্ক: গত বছর প্রথমবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga Diwas) পালিত হয়েছিল। এবারও পয়লা বৈশাখে সেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশিকা জারি করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্য থেকে একেবারে বুথস্তর পর্যন্ত সর্বত্র এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।
সমাজের সব স্তরের মানুষের মতামত নিয়ে ১ বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত হয়। ২০২৪-এর ১ বৈশাখ সেই অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তবে গতবছর নির্বাচনী আচরণবিধি থাকায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারিভাবে শুধু সেই দিবস পালিত হয়। কিন্তু এবছর রাজ্যের প্রতিটি জেলা, ব্লক থেকে বুথস্তরে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি রাজ্য সভাপতি সুব্রত বক্সির।