নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হতে চলেছে। দুই দলই এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে, তবে জয় মাত্র একটিতে। ফলে এই ম্যাচটি দু’দলের জন্যই ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ।
কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্ট শুরু করেছিল পরাজয়ের মাধ্যমে। রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও মুম্বইয়ের বিপক্ষে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। দলের মেন্টর ডোয়েন ব্রাভো ব্যাটারদের বার্তা দিয়েছেন— সঠিক শট নির্বাচন করতে হবে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের আগ্রাসী ব্যাটিং স্টাইল বজায় রেখেই খেলতে চাইবে।
এই ম্যাচে বিশেষ নজর থাকবে বাংলার তারকা পেসার মহম্মদ সামির ওপর। ইডেন গার্ডেন্সের চেনা উইকেট তার বড় সুবিধা হয়ে উঠতে পারে।
সম্ভাব্য একাদশের দিক থেকে কেকেআর তাদের ব্যাটিং গভীরতা বজায় রাখতে চাইবে, আর সানরাইজার্স তাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের ওপর ভরসা রাখবে। ম্যাচটি শুধুমাত্র পয়েন্ট টেবিলের জন্যই নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই হতে চলেছে।
সম্ভাব্য একাদশ
KKR : সুনীল নারিন, কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
SRH: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর, প্যাট কামিন্স, উইয়ান মুল্ডার/অ্যাডাম জাম্পা, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি/সিমরজিৎ সিং।