নিউজ ডেস্ক: ৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মমতা। তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়ত। তবে এবার গরম পড়েছে। এবার ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে। তিনি জানিয়েছেন, এমনিতে এই সপ্তাহে একাধিক ছুটি রয়েছে। তবে গরমের ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে। তবে কতদিন এই গরমের ছুটি পড়বে তা নিয়ে অবশ্য নির্দিষ্টভাবে তিনি কিছু জানাননি।