নিউজ ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া বাতিল করেছে। এর ফলে এক ধাক্কায় ২৫,৭৫২ জনের চাকরি চলে গেছে। আদালত জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় গুরুতর অনিয়ম এবং দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে। তবে আদালত জানিয়েছে, শুধুমাত্র ‘অযোগ্য’ বা দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিদের তাদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে। এ ধরনের চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৭,০০০।
কে অযোগ্য হিসাবে চিহ্নিত?
যাঁরা সাদা খাতা জমা দিয়ে পাস করেছেন, তাঁদের নিয়োগ বেআইনি ঘোষণা করা হয়েছে।
এসএসসির তৈরি প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছেন, তাদেরও অযোগ্য ঘোষণা করা হয়েছে।
প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যারা চাকরি পেয়েছেন, তারাও অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যাঁদের ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি, তাঁদের বেতন ফেরত দিতে হবে না, তবে তাঁদের চাকরি বাতিল হবে।
নতুন নিয়োগের নির্দেশ
আদালত রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের নতুন নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
এই রায়কে ঘিরে চাকরিহারারা ক্ষোভে ফুঁসছেন। বিক্ষোভকারীরা দ্রুত নতুন নিয়োগের দাবি তুলেছেন। রাজ্য সরকার এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।