নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজারের (২৫ হাজার ৭৫২জন)। সেই রায় ঘোষণার পরই বিধাননগের বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের দাবি, শীঘ্রই ৫০ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে হবে। যা নিয়ে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে। ২০২২ প্রাথমিক টেট পাস ও ডি এল এড ঐক্যমঞ্চের তরফে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে জমা হলে নিরাপত্তার কারণে পুলিশ তাঁদের ভবনের বেশ কিছুটা আগেই আটকে দেয়। এরপরই চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁদের। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিঁচড়ে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
টেট উত্তীর্ণ এক চাকরিপ্রার্থী সংবাদমাধ্যমকে বলেন, “সরকার বলছে প্রচুর চাকরি আছে। সেই পদগুলির মধ্যে প্রাথমিকের জন্য কতগুলো, তা পরিষ্কার করে বলা হোক। ২০২২ সালের পর এতগুলো বছর পেরিয়ে গেল এখন কোনও নিয়োগ হল না। আমরা পথে বসে আছি। অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক।”
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।