নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নতুন নিযুক্ত মনোজ কুমার আগরওয়াল বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। কার্যতঃ এদিন থেকেই সরকারিভাবে ওই গুরুদায়িত্ব পালনের জন্য সরকারিভাবে তাঁকে ওই পদে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। তাঁর আগে ওই পদে ছিলেন আরিজ আফতাব। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার দায়িত্বভার গ্রহণ করলেন।