নিউজ ডেস্ক: এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। বিকেলে আরও এক দফা প্রতিক্রিয়া দিলেন এক্সবার্তায়।
উদ্ভুত পরিস্থিতির জন্য এদিন সকালে তিনি দায় চাপিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে চাকরিহারাদের পাশে দাঁড়ান। সাংবাদিক সম্মেলনে নিজেদের দোষ স্বীকার না করে পুরো দায় বিজেপি, সিপিএমের ওপর চাপান। চাকরিহারাদের সহানুভূতির পালে হাওয়া দেন।
এর পর সুকান্তবাবু লিখেছেন, “ভারতে ঘটা সর্বকালের নিকৃষ্টতম পাপ করল তৃণমূল সরকার। যোগ্যদের বাছাই করে জমা দিতে হবে সিবিআইয়ের কাছে। মহামান্য আদালতের কাছে আর্জি আরো কিছুটা সময় দেওয়া যায় কিনা বিবেচনা করা হোক। যোগ্যদের পাশে বিজেপি ছিল, আছে থাকবে। কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল? আমরা জানতে চাই। যোগ্যদের অধিকার খর্ব করা যাবে না। কারো কাছে কোন তথ্য থাকলে আমায় জানান।”
এই প্রসঙ্গে একটি মেল আইডি-ও দিয়েছেন তিনি— wbssc.sukanta@gmail.com।